স্যুটকেস গুছিয়ে রেখেছি - অপ্রকাশিত কবিতাঃ ৩৩৯

               

কবিতা-৩৩৯ : স্যুটকেস গুছিয়ে রেখেছি

আমার কোন তাড়া নেই।

আগেও ছিল না, এখনো নেই।

কিসের তাড়া? ট্রেন তো সময় হলে আসবেই।

আমি বললেও সে একমিনিট আগে আসবে না,

দেরীতে আনার মত কোন মন্ত্রও জানা নেই আমার।

 

জগত চলে জগতের মত, জগতের অভিপ্রায়ে।

তাহলে তাড়া কিসের?

 

মানুষ জানে, তার একটা বাড়ি আছে। সে বাড়িতে সে নিজেই থাকবে।

সে বাড়ি কেমন তা সে জানে না।

না জেনেও সে বাড়ির পাথেয় তাকেই জোগাড় করতে হয়।

 

ইচ্ছে করলে সে তার ঘর সাজাতে পারে আগুন খোঁয়াড়ে, ইচ্ছে করলে বানাতে পারে সর্পকেল্লাও।

 

আবার অনেকে তার ঘর বানিয়ে ফেলে অনন্য পুষ্পবীথি।

 

বাজারে সিগারেটও পাওয়া যায়, চকোলেটও।

তুমি তাই পাবে, যা তোমার পছন্দ।

যেতে যখন হবেই, অহেতুক দেরী করে কি লাভ?

 

আবার তাড়াহুড়ো করলেই যে আগে যাওয়া যাবে এমনতো নয়। তাই

ডাক এলেই যাবো।

আমার কোন তাড়া নেই। স্যুটকেস গুছিয়ে রেখেছি।

০৪/১১/২০২২ 

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.