আজ গেলে ক্ষতি কি - অপ্রকাশিত কবিতাঃ ৩৩৮

               

কবিতা-৩৩৮ : আজ গেলে ক্ষতি কি

একদিন তো যেতেই হবে।

আজ গেলে ক্ষতি কি?

নষ্ট পৃথিবীর আবর্জনায় দুদিন

আগেই সাঁতরানো বন্ধ হলে ক্ষতি কি?

রাস্তায় বেরোলেই দাউদাউ আগুন। মানুষ এদের দহনজ্বালা থেকে দুদিন আগেই বেঁচে গেলে ক্ষতি কি?

 

ক্রমেই অমারাত্রির বিবর্তন ঘটছে, মানুষ গভীর অরণ্যে কিছু খুঁজছে,

কিন্তু কি খুঁজছে সে নিজেই জানে না, এই দুঃসময়ে একটি ভাঙা কুটির পেয়ে গেলে ক্ষতি কি?

 

জানোয়ারের দল প্রতিনিয়ত

মানুষ খুন করছে,

এই বিভৎস হত্যাযজ্ঞ না দেখলে ক্ষতি কি?

 

চলেতো যেতেই হবে, পশু হওয়ার আগেই চলে গেলে ক্ষতি?

একদিন চলে যাবো, আজ গেলে ক্ষতি কি?

০৪/১১/২০২২

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.