কাম অইবো - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৫

       

কবিতা-৩৬৫ : কাম অইবো

দয়া করে আমারে উন্নয়নের ফর্দ হুনায়েন না।

যে উন্নয়ন আমার ধানক্ষেতের ওপর দিয়া আপনার লেটেষ্ট মডেল গাড়ি হাঁকানোর সুযোগ করে দেয়, হেই উন্নয়ন দিয়া আমি কি করমু?

 

আমার পেটে ভাত নাই।

আমার পোলার কাম নাই।

আপনে উন্নয়ন মারান?

 

বিদেশ থাইকা হাতি আইনা আমার কলাগাছ সাবাড় করার উন্নয়ন কে করতে বলেছে আপনাকে?

 

ভন্ডামীর আর জায়গা পান না?

ইয়ার্কি মারেন?

ফাজলামী করেন?

আপনে অস্ত্র কিনেন কারে মারতে?

ইন্ডিয়ান গো, না পাকিস্তানীদের?

আপনে যে পিঁপড়া মারার জন্য অস্ত্র আনেন না, হেইডা আমরা ভালই বুঝি।

 

খবরদার! আর আমার পোলার শইলে গুলি চালাইতে চেষ্টা কইরেন না। বালা অইবো না কইতাছি।

 

বাঙালির খ্যাপা তো দেখেন নাই।

রাইফেলের নল সুদ্ধা ঢুকায়া দিমু।

অনেক করছেন।

আর চেতায়েন না।

 

গোস্তের বদল কাডাল খাইতে কন।

ফাইলামী?

হুগনা মরিচ ভিজাইলে কাঁচা অয়?

ইতরামি করলে মরিচ জায়গামত লাগায়া দিমু। বুঝছেন?

 

আপনে আমার বেয়াইননি যে, ইতরামী করেন?

না আমারে দুলাভাই পাইছেন?

বাজারের আগুন নিভাইতে পারেন না, শরম করে না?

 

বিদ্যুৎ বন্ধ করার হুমকি দেন কোন মুহে? বিদ্যুৎ কি আপনের বাপের?

 

সময় আছে, বালা অইয়া যান।

ভোটের কতা মুহে আইনেন না।

আপনে ভোট ক্যামনে করেন সব জানি।

 

কই যাইবেন?

ক্যান, পোলার সংসারে।

অমা, বউ শাশুড়ী বনিবনা অয় না?

 

তবে, হাইকোটের মাজারে যান।

নূরা পাগলা আপনেরে ফালাইব না।

উন্নয়নের ফর্দ তারে দিয়েন।

কাম অইবো।

১১/০৭/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.