হৃদয়ে হৃদয় - অপ্রকাশিত কবিতাঃ ৩৬৬

        

কবিতা-৩৬৬ : হৃদয়ে হৃদয়

এ পৃথিবী মধুময়, মনোহর, স্বপ্নরঙিন

যতো দেখো রূপ তার থাকে অমলিন।

সুনীল আকাশ যেনো এ পৃথিবীর ছাদ

চেয়ে দেখো আল্লাহর প্রেম কি নিখাদ।

 

চাঁদ, তারা, সূর্য সবই, কত মনোহর

পৃথিবীর পাহাড়, নদী কতনা সুন্দর।

সুন্দর এ পৃথিবীর নানা রঙের ফুল

সুন্দর এ ধরনীর গোলাপ ও বকুল।

 

এতকিছু পেয়ে যদি না করো শোকর

এ পৃথিবীর এতো রূপ সবই হবে পর।

কষ্টকর নোনাজলে ভেসে যাবে তুমি

মনে হবে শত্রু সব, এ আকাশ, ভূমি।

 

আর যদি ভালোবাস এ আকাশ মাটি

তোমার জীবন তাতেই হবে পরিপাটি।

ভালোবাসা মানে হলো, হৃদয়ে হৃদয়

এক হয়ে মিশে যাওয়া আর কিছু নয়।

১৫/০৭/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.