যাবার সময় হলে - অপ্রকাশিত কবিতাঃ ০৪৫

                                      

কবিতা-০৪৫ : যাবার সময় হলে

কবিতারা ফিসফিস করে কী কথা বলে?

বলে আমাদের দুরবস্থার কথা।

ইদানিং প্রায়শই আমাদের রাতগুলো দিন হয়ে যায় আর দিনগুলো রাত হয়।

গোধূলী সন্ধ্যা যেন নিমগ্ন প্রভাত।

বজ্জাত সভ্যতা উষ্ণতার কথা বলে শীতার্ত কামড় বসায় প্রতি কোষে কোষে।

 

তুমি তো বোবা বিড়াল।

বিপদের গন্ধ পেলেই তপস্যায় বসে যাও।

রোদ পোহাও জ্যোৎস্নার আলোয়।

যে যাবার সে চলে যায়।

 

চলে যায় উৎসবের জৌলুস ফেলে।

অন্তরঙ্গ স্বজন ও বান্ধব ফেলে।  রঙ্গমঞ্চের পানপাত্র ফেলে।

যাবার সময় হলে

কেউ আর থাকে না ধরায়।

০৪/০১/২০১৯ ৪:০০ টা।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.