কাফনের কাপড়ও পাবে না - অপ্রকাশিত কবিতাঃ ০৪৪

                                     

কবিতা-০৪৪ : কাফনের কাপড়ও পাবে না

শুধু বাংলাদেশ কেন, পুরো পৃথিবীটার জন্যই মায়া হয়।

কী বিবর্ণ সময় পার করছে বিশ্ব।

পাড়ার মেয়েরা সতীত্বের লেবেল এঁটে রাজপথ কাঁপিয়ে হাঁটে আর গেরস্ত মেয়েদের বেশ্যা বলে গাল দেয়।

সূর্য থেকে আলোর পরিবর্তে থোকা থোকা অন্ধকার নেমে আসে।

যেন নগর জুড়ে আঁধারের বজ্রবিদ্যুৎ হচ্ছে।

মানুষ হালাল মাংশের পরিবর্তে হারাম খাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে।

এক বিপদজনক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে নষ্ট পৃথিবী।

 

কোকিল মাতম করছে, জাগো, জাগো।

কে কারে জাগায়?

যদি কিছু মানুষও উঠে না দাঁড়ায়

তবে ধ্বংস হয়ে যাবে পৃথিবী।

আলেম ও কবির মৃত্যু হলে

বন্য বরাহের বধ্যভুমি বলে পরিচিত হবে ধরনী।

 

বিশ্বাস হচ্ছে না!

ঠিক আছে, আরো কিছু সময় উদ্বাস্তু প্রণয় দৃশ্য দেখতে থাকো তুমি।

কাফনের কাপড় ফেরি করার জন্য

কোন কবি এখানে বসে থাকবে না।

 

বিশ্বাস করো, সময় আসবে

যখন তোমরা কাফনের কাপড়ও পাবে না।

২৪/১২/২০১৮ সকাল ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.