বিনয়ের নীল জলরাশি - অপ্রকাশিত কবিতাঃ ১২৩

                                                                                  

কবিতা-১২৩ : বিনয়ের নীল জলরাশি

বৃক্ষ আকাশ ছুতে চায়।

জন্মের পর থেকে বীরের মত

মাথা উঁচু করে হেঁটে যায় আকাশের দিকে।

এই চাওয়াটাই তার সম্বল।

তার সফলতার জিয়নকাঠি।

 

বৃক্ষকে তুমি বলতে পারো এক আজন্ম বীর।

একদিন মাটি ফুঁড়ে চোখ মেলেছিল বিরুদ্ধ বাতাসে।

বলেছিল, আমি আকাশ ছোব।

তারপর আর থামেনি।

 

আকাশ ছুতে চেয়েছিল বলেই

সে হতে পেরেছে সুবিশাল মহীরুহ।

বাতাস তাকে থামাতে পারেনি।

ঝড় তার ডাল ভেঙ্গে দিলেও থামেনি সে।

আবার নতুন গজানো কচিপাতা ছুটেছে উর্ধমুখে।

 

একজন শিশুও জন্মের পর

শিখে নেয় কি করে হাঁটতে হয়।

তারপর সে ক্রমাগত হেঁটে চলে।

তারও  স্বপ্ন সে আকাশ ছোবে।

সেও আকাশের মত উদার হবে।

আকাশের মত সৎ ও মহৎ হবে।

বিনয়াবনত হবে ঠিক আকাশের মত।

 

আকাশ বিনয়াবনত হয়ে যখন

সাগরের সাথে কোলাকুলি করে

তখন সাগরের নীল জলরাশিতে

খেলা করে প্রেম ও কৃতজ্ঞতার ঢেউ।

 

তুমি বড় হতে চাও? সফল ও সৎ হতে চাও?

তাহলে ডুব দাও বিনয়ের নীল জলরাশিতে।

২৫/০১/২০২১   ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.