আত্মার ধ্বনি - অপ্রকাশিত কবিতাঃ ১২২

                                                                                  

কবিতা-১২২ : আত্মার ধ্বনি

আমি ঘুমিয়ে ছিলাম আরশের ছায়ার নিচে।

কুসুম কোমল একটি স্পর্শ বললো, ওঠো।

চোখ মেলে তাকালাম আমি।

আমি শুনতে পেলাম ইসরাফিলের সেই কাতর কন্ঠঃ

হে মানবাত্মা, সবাই হাশরের মাঠে সমবেত হও।

 

আমি চমকে উঠলাম। কেঁপে ওঠলো

আমার হৃদয়ের চৌকাঠ।

হায়, তাহলে এসে গেল সেই দিন!

 

মাথার বিঘত উপরে সূর্য আগুন ঢালছে।

ঢেউয়ের মত ভাসছে ইয়া নাফসি ধ্বনি।

আজ হিসাবের দিন।

আমার আমলনামা এখন আমার হাতে আসবে।

ভয়ে আমি কাঁপতে লাগলাম।

 

এমন সময় শুনতে পেলাম সে আশ্বাস বানীঃ

হে মৃত্যুহীনপ্রাণ শোহাদাবৃন্দ,

তোমাদের কোন ভয় নাই।

তোমাদের জন্য আছে প্রতিশ্রুত আরশের ছায়া। আছে আবে কাউসার।

আছে দয়াময় প্রভুর সেই প্রতিশ্রুত জান্নাত, যাতে তোমরা বিনা হিসাবে প্রবেশ করবে।

সেখানে তোমাদের জন্য আছে দুটি করে বাগান  আর পুষ্পের চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে মনোরম, চক্ষুশীতলকারি অভ্যর্থনাকারিনী।

 

আমি বললামঃ আলহামদুলিল্লাহ।

হে প্রভু, আজ সকলেই জানবে তোমার প্রতিশ্রুতি কতটা সত্য।

তুমি একই সাথে কতটা কাহহার ও  মেহেরবান।

২১/০১/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.