তুমি ঘৃণা নেবে, না প্রেম - অপ্রকাশিত কবিতাঃ ৩৮০

          

কবিতা-৩৮০ : তুমি ঘৃণা নেবে, না প্রেম

যারা আল্লাহর অবাধ্য হয়, তারা

জলে ডুবেই মরে।

সব পাথরই ইয়াকুত মারজান হয় না।

কারো কারো অন্তর হয় অন্ধকারের চেয়েও কৃষ্ণবর্ণ।

নবীপুত্র হয়েও কেউ কেউ

হতে পারে দুর্ভাগা কেনান।

নূহের জাহাজে কেবল পূণ্যবানরাই

উঠতে পারে।

তুমি কি দেখোনি, শেষ অবধি

কেনানদের জন্য কোন নৌকা অবশিষ্ট থাকে না।

তারা জলে ডুবেই মরে।

 

সুপথ পেতে হলে ভাগ্য লাগে।

খোয়াজ খিজিরের মত ভাগ্য।

যারা নবীর চাইতেও জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হয়, যদি প্রভু চান।

 

কলুষিত অন্তরে কোন নূর প্রবেশ করে না। অবাধ্য মানুষগুলো কেনানের চাইতেও দুর্ভাগা হতে পারে।

মশার কামড় না খাওয়া পর্যন্ত নমরুদও মরতে পারে না। হায়রে দুর্ভাগ্য। অতএব, কারো প্রলম্বিত হায়াত তার সৌভাগ্য বহন করে না।

 

চাইলেই মরা যায়? ভাগ্যে জুতার বাড়ি খেয়ে অপমানের মৃত্যু লেখা থাকলে, তা ফেরাবে কে?

মৃত্যুর স্বাদ গ্রহণ না করে কেউ বেঁচে থাকে না।

সবাই মারা যায়। কেউ মরেও সারাজীবন জনতার অভিশাপ

কুড়ায়, আর কেউ

সিরাজউদ্দৌলার মত সিক্ত হয় মানুষের অপার ভালবাসায়।

 

তুমি ঘৃণা নেবে, না প্রেম।

২৯/০৭/২০২২  বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.