বাদাম খাবো - অপ্রকাশিত কবিতাঃ ২৪০

                                                                                                            

কবিতা-২৪০ : বাদাম খাবো

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, কিছু খাবেন? আমি বলবো, খাবো। না খেলে কি মানুষ বাঁচে?

 

যদি জানতে চায়, কী খাবেন?

আমি নির্দ্বিধায় বলে দেবো, বাদাম খাবো?

 

তুমি বলবে, দুনিয়ায় এত কিছু থাকতে আপনার পছন্দ বাদাম?

আমি পাল্টা তোমাকে  বলবো, এখন বাদামই আমার প্রিয়। তুমি জানোনা আমার প্রেশার ও ডায়াবেটিস? ডাক্তারও বলেন, বেশী করে বাদাম খাবেন, হার্ট ভাল থাকবে।

 

তুমি বলবে, মানুষের শরীরে ভিটামিন সি খুব প্রয়োজন। আপনার এখন বেশী বেশী ফল খাওয়া দরকার। আপেল, কমলা, পেয়ারা, আতা, পেঁপে এইসব। ঘরে জাম্বুরা আছে। খাবেন?

 

দিতে পারো। হালাল কোন কিছু খেতেই আমার আপত্তি নেই। তবে  আমার প্রিয় বাদাম। মটরদানার মত ছোট ছোট বাদাম মুখে দেয়া আর ফাঁকে ফাঁকে গল্প করার মজাই আলাদা।

 

তা, ঠিক বলেছেন। যার যা পছন্দ। আমি ছোটবেলা থেকেই কাঠি লজেন্স পছন্দ করতাম, এখনো কাঠি লজেন্স দেখলে লোভ সামলাতে পারি না।

 

আমি বললাম, যার যা পছন্দ। তবে আমার সেরা পছন্দ বাদাম। আমি বাদামই খাবো।

৯/১২/২০২২  বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.