বয়স কালের দিনগুলো - অপ্রকাশিত কবিতাঃ ২৪২

                                                                                                             

কবিতা-২৪২ : বয়স কালের দিনগুলো

ইদানিং প্রায়শই মনে হয় আমি নাই।

এই পাহাড় মরুভূমি সফেদ সমুদ্র

কোথাও নাই।

এমনকি বনবনানী ঘেরা লাল সবুজের বাংলাদেশেও আমি নাই।

 

যদি থাকতাম তবে প্রতিদিন সূর্য উঠতো

রাঙা হতো পুব আর পশ্চিম প্রান্তর।

আমজাদ মাঝে মাঝে ফোন করতো

জহির হুটহাট এসে বলতো, চল ঘুরতে যাই।

আমার এতদিনের সাজানো বাগানে পাখির কলকাকলি শোনা যেতো।

 

কিন্তু আজ এসব কিছুই হচ্ছে না। শুনেছিলাম মরে গেলে মানুষ একা হয়ে যায়। তবে কি আমি মরে গেছি?

আজকাল কেউ সাহিত্য সভায় নিতে আসে না। সম্পাদকরা আসেনা লেখার তাগাদিতে। দিন কাটে খাটের ওপর। ঘুমে জাগরণে।

 

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নিলু আপা জানালা খুলে তাকিয়ে থাকে না আমার দিকে। বর্ষায় গভীর রাতে পাচুকে নিয়ে মাছ ধরতে যাই না বিলে।

মরে না গেলে কি এমন হয়? হহহ

একদিন যারা ছিল জানি দোস্ত তারা আজ কই?

 

অবশ্য ত্ঁর কথা কিছুতেই ভুলতে পারি না। চাকরী নাই, ব্যবসা নাই তবু এমন একদিনও হয়নি যেদিন আমার রিজিক আমার কাছে আসেনি। যিনি পাঠান তিনি এক মুহূর্তের  জন্য আমাকে ভুলে যান না।

আমিই বরং নাদান, ঘুমের ঘোরে আমার সময় কেটে যায় অনন্ত বন্ধুর স্মরণ থেকে।

২৩/১২/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.