কখন থামবে ঝড় - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৩

             

কবিতা-৩৯৩ : কখন থামবে ঝড়

একটা বিশুদ্ধ রাত নেমে এলো পৃথিবীতে।

অন্ধকারে ঢেকে গেল প্রকৃতির সবুজ উদ্যান।

ভয়ের ভূত চেপে ধরলো কন্ঠনালী।

তুমি চিৎকার করে বললে, এবার উপায়?

 

না, কেউ এগিয়ে এলো না তোমার চিৎকার শুনে। সেই অন্ধকারে গুটিগুটি পায়ে এগিয়ে এলো বিপদ। এগিয়ে এলো ধ্বংস প্রলয়। বৃক্ষের ডাল ভাঙ্গার মরমর শব্দ এলো। মেঘালয় থেকে ভেসে এলো জলস্রোত।

ঘরের চাল উড়ে গিয়ে পড়লো উত্তরের জঙ্গলে।

বন্যা ও ঝড়ের তান্ডবে ভেসে গেল কতিপয় স্বজন। গুম হলো কেউ কেউ। তছনছ হয়ে গেল ফসলের ক্ষেত। যে হুজুর আযান দিয়ে এই দুঃসময়ে ডেকে আনতে পারতো আল্লাহর রহমত, তাদেরকে বন্দী করলো ঘষেটি বেগম। লেলিনগ্রাদের লাগাম পরিয়ে দিল সাম্রাজ্যবাদের ফেউ।

প্রভু, মানুষ মরে গেলে এখন আমি ইন্নালিল্লাহও পড়তে পারি না। যদি বলি, আমরা আবার তোমার কাছেই ফিরে যাবো, তবে আমাদের চাকরী চলে যায়, বরখাস্ত করা হয় দল থেকে।

আমি মরে গেলে তবে কি আমার ছেলে ইন্নালিল্লাহও পড়তে পারবে না?

নেহেরু ডকট্রিন কি আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের খুন করে ফেলবে?

কখন থামবে ঝড়, কখন ভোর হবে খোদা?

১/০৯/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.