সার্বজনীন - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৪

             

কবিতা-৩৯৪ : সার্বজনীন

ইসলাম বিশ্বে কারো নির্দেশে আসেনি।

না কোন রাজা বাদশাহ, না কোন সম্রাট।

না কোন সরকারের আনুকূল্য বা

ফরমানের জোরে ইসলাম এসেছে।

ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।

 

কোন পীর মাশায়েখের দোয়ার বরকতে যেমন ইসলাম আসেনি তেমনি কোন আউলিয়া দরবেশও ইসলাম আনেনি।

ইসলাম কোন বিজ্ঞানী বা বুদ্ধিজীবীর অবদানও নয়।

যে যাই মনে করুন, কোন নবীও ইসলামের মালিক নন, বাহকমাত্র।

সেখানে কোন রাষ্ট্র বা দলের ইসলামের মালিকানা দাবী করার প্রশ্নই উঠে না।

এ বিশ্বের স্রষ্টা একজন। ইসলাম কেবলমাত্র তারই অবতীর্ণ বিধান।

জ্বীন ও ইনসানের সীমিত স্বাধীনতা ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি তার হুকুম মানতে বাধ্য।

অতএব, তোমরা কিসের গর্ব ও অহংকার করো?

কিসের স্বাধীনতার দাবীতে আল্লাহর হুকুম লংঘন করো?

 

তোমার শরীর ও মন কি তোমাকে মানে?

প্রাণ? তাহলে তুমি আগুন দিয়ে গোসল করো না কেন?

বিপদ দেখলে প্রাণে ভয়ের কাঁপন জাগে কেন?

তুমি কি কান দিয়ে খাও? মাথা দিয়ে হাঁটো?

সবই তো করো খোদার বিধান মেনে।

 

নফসটাকে সামলাও।

তাহলে তুমিই হবে পাক্কা আবেদ।

বিশ্বাস করো,তুমিই হবে পাক্কা আবেদ। শুধু নফসের কথায় দোযখে যাবে কেন?

 

ইসলাম বিশ্বে কারো নির্দেশে আসেনি। কারো নির্দেশে যেতেও বাধ্য নয।

ইসলাম কারো হুকুমে চলে না বরং বিশ্ব চলে ইসলামের হাকুমে। ইচ্ছায় বা অনিচ্ছায়।

০৫/০১/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.