হাত তোলেন সবাই - অপ্রকাশিত কবিতাঃ ০৪৯

                                          

কবিতা-০৪৯ : হাত তোলেন সবাই

আপনার কথা মতো

এভাবেই আমি বেশ আছি।

খাওয়া পরার ভাবনা নেই।

থাকার দুশ্চিন্তা নেই।

নিরাপত্তার অভাব নেই।

বাঘবন্দী খাঁচায় বেশ আছি।

 

স্বাধীনতা গায়ে দেয়, না খায়?

রাজ কর্মচারীরা কি স্বাধীন?

মন্ত্রীরা কি স্বাধীন?

তারা তো রাজার গোলাম।

চাকরীজীবীরা কি স্বাধীন?

চাকর কি স্বাধীন হতে পারে?

কে পায় স্বাধীনতা?

 

আপনার কথা মতো

এভাবেই আমি বেশ আছি।

ভাবনাহীন নিশ্চিন্ত জীবন।

দায় দায়িত্বের ঝামেলা নেই।

পরিবারের ভরণপোষণের

দায়িত্ব ও টেনশন নেই।

 

খাঁচাবন্দী ঘুঘু যেনো

খাঁচাতেই বেশ আছি।

বাঘবন্দী বিপ্লবী যেনো

কারাগারে বেশ আছি।

বেশ আছি, বেশ আছি।

 

তাহলে কি স্বাধীনতা মানেই

উদ্বাস্তু জীবন?

পশুরা স্বাধীনতা চায়,

কারণ তারা বোকা?

পাখি স্বাধীনতা চায়

কারণ সে আহাম্মক?

 

আপনার ভাষায়

মানুষের কোন স্বাধীনতা দরকার নেই।

জেলের অভ্যন্তরে তারা বেশ আছে।

খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে।

 

হে মহামান্য বাদশাহ নামদার।

খাওয়া পরাই যদি মানুষের

একমাত্র চাহিদা হয় তাহলে

আপনি বরং পুরো দেশটাকেই কারাগার ঘোষণা করুন।

সবার খাবার এবং থাকার

ব্যবস্থা করুন।

আপনার প্রজাকূল বসে বসে

উন্নয়ন খাবে আর ঘুমাবে।

 

কী বলেন আপনারা? রাজি আছেন?

হাত তোলেন সবাই, হাত তোলেন।

২২/০১/২০১৯ রাত ১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.