কথা দাও - অপ্রকাশিত কবিতাঃ ০৮৪

                                                                          

কবিতা-০৮৪ : কথা দাও

কবিতা লেখা কি তাহলে আমি ভুলেই গেলাম?

পাগল যতো পাগলামী করে মানুষ ততোই

হাততালি দেয়, বাহবা দেয়, মজা পায়।

আমি যা লিখি তা পড়ে মানুষ বলে,

বাহবা, চমৎকার, সুন্দর, অনন্য।

তার মানে কী দাঁড়াল, আমি কি সত্যি ভাল লিখছি, না পাগলের প্রলাপ?

 

রাসূলের মত কেউ বলে না, না না কবি

আপনি ভুল বলছেন, অতিরিক্ত বলছেন, বাড়িয়ে বলছেন।

আরশের উর্ধে নয়, বলুন, আকাশের মালিকের কাছে।

 

আগে তো তুমি বলতে, এখানে এ শব্দটা যায় না, ঠিক মানায় না।

কই, ইদানিং কিছু বলো না তো!

মনে পড়ে, তোমার কথায় কতবার,

খোঁপা থেকে দামী কালো গোলাপ সরিয়ে

সেখানে বেলীফুলের আটপৌরে মালা পরিয়ে দিয়েছি।

এখন কেউ বলে না, কই, আজ যে বকুল ফুলের মালা আনলে না?

 

এখন কি তুমি আমার কবিতা পড়ো না,

নাকি আমিই কবিতা লেখা ভুলে গেছি?

 

আমি নিয়মিতই লিখি।

প্রচুর বাহবা পাই। সব বন্ধুদের।

তুমি কিছুই বলো না। তবে কি সত্যি সত্যি আমি কবিতা লেখা ভুলে গেলাম?

নাকি ইদানিং তোমার সময় হয় না আমার কবিতা পড়ার?

প্লিজ, একবার যদি বলতে ইদানিং যা লিখছি সবই পাগলের প্রলাপ, কবিতা হয় না!

 

দেখো, আমি এক বধ্যভূমিতে বসে আছি।

দেখছি, ইতিহাসের ক্রান্তিকাল,

দেখছি অবিরত লাশের মিছিল।

মাথাটা তো একটু এলোমেলো হতেই পারে।

জানি না, এ লেখা তোমার হাতে আদৌ পৌঁছবে কীনা।

যদি হাওয়ায় ভাসতে ভাসতে কখনো তোমার পায়ের কাছে আছড়ে পড়ে এ লেখা,

তবে বাতাসকে বলে দিও, সে যেন জানায়  তুমি আমার লেখা পেয়েছো।

কথা দাও, সাড়া দেবে?

২১/০৪/২০২০ ৪টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.