কাক বন্দনা - অপ্রকাশিত কবিতাঃ ০৮৫

                                                                          

কবিতা-০৮৫ : কাক বন্দনা

হে সভ্যতার শিক্ষক, তোমাকে সালাম।

মানুষ যখন সভ্যতার কাঙাল ছিল

তুমিই দিয়েছিলে তাদের সভ্যতার পাঠ।

কী করে বাঁচতে হয় আবর্জনা থেকে

কী করে বাঁচতে হয় দুর্গন্ধ থেকে

কী করে পৃথিবীকে করতে হয় শুচিশুভ্র সুন্দর

তুমিই মানুষকে শিখিয়েছিলে সে কথা,

তাই তোমাকে সালাম।

 

মনে পড়ে হাবিল ও কাবিলের কথা।

মৃত ভাইয়ের লাশ কি করবে,

এ নিয়ে যখন চিন্তিত মানুষ

তখন লাশ সৎকারের সর্বোত্তম পন্থাটি

তুমিই প্রথম শিখিয়েছিলে মানব সভ্যতাকে।

মাটিতে লাশ পুঁতে রাখার হে মহান শিক্ষাগুরু

আপনাকে আবারও সালাম।

 

আপনার চেহারা না হোক রাজপুত্রের মত

আপনি তো প্রিয়ার চুলের মতোই সুন্দর।

আপনি সেই রাতের মত সুন্দর

যে রাতে চাঁদ ওঠ, তারা ফোটে,

জোনাকিরা খেলা করে বাড়ির আঙিনায়।

 

কৃষ্ণবর্ণ রাতের কসম, মানুষের জন্ম

এক ফোঁটা নাপাক পানি থেকে,

তাদের আদি শিক্ষক মহামতি কাক।

মানুষ কি নিয়ে গর্ব করে?

এক ফোঁটা নাপাক পানির কি গর্ব করা সাজে?

২৫/০৪/২০২০

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.