একজন প্রতারকের জন্য প্রার্থনা - অপ্রকাশিত কবিতাঃ ২৩৮

                                                                                                            

কবিতা-২৩৮ : একজন প্রতারকের জন্য প্রার্থনা

প্রতারক, তুমি ভেবো না তোমার কূটকৌশল সম্পর্কে তিনি কিছুই জানেন না।

জানেন, সব জানেন। কিন্তু কোন কাজেই তিনি তাড়াহুড়ো পছন্দ করেন না। তিনি সবজান্তা এবং তওবা কবুলকারী।

 

তিনি বান্দাকে তওবার অবকাশ দেন। আর সেটাকেই সুযোগ ভেবে মানুষ ভুলের পরে ভুল করে যায়।

 

হে প্রতারক, এখনও সময় আছে তওবা করো। তওবা করে শুদ্ধ হও, পবিত্র হও।

 

তিনিতো নিশ্চিত জানেন, কোনটা তুমি দ্বীনের কল্যাণে করছো আর কোনটাতে লেগে আছে নফসের নাপাক খায়েশ। আল্লাহর দোহাই লাগে, শয়তানের ভান্ডগুলো বুক থেকে বের করে দাও। তওবা করে শুদ্ধ হও, পবিত্র হও।

 

আমরা তোমাকে ভালবাসি তোমার যোগ্যতা দেখে। আল্লাহ যে দক্ষতা, যোগ্যতা ও ক্ষমতা তোমাকে দিয়েছেন সে জন্য আমরা আল্লাহর শোকর আদায় করি। আর এজন্য তোমাকে শ্রদ্ধাও করি।

 

যোগ্যতার বলে কেউ আবদুল্লাহ বিন উবাই হয়ে যাক, কোন মুসলমানই তা চাইতে পারে না।

আমরা সবাই গোনাহগার বান্দা। আল্লাহ আমাদের গোনাহ মাফ করুন, তওবা কবুল করুন, পরিশুদ্ধ করুন সব নাপাক চিন্তা ও কাজ থেকে।

 

বাগানের অনিন্দ্য পুষ্পে পোকা লাগলে কার না খারাপ লাগে?

আমাদের ভালবাসার পুষ্প থাকুক সজীব, নিরাপদ ও সৌরভময় এ কামনা আমাদের অব্যাহত আছে, থাকবে।

২৮/১১/২০২২  বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.