পৃথিবী হবে সৌরভময় - অপ্রকাশিত কবিতাঃ ২৩৭

                                                                                                            

কবিতা-২৩৭ : পৃথিবী হবে সৌরভময়

আপনি বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনার কর্ম প্রমাণ করেআপনি এ বিশ্বাসকে অসম্ভব ও অবাস্তব মনে করেন।

 

এটাই যদি আপনার বিশ্বাস হতো, তবে আপনি কখনো পরের হক মেরে খেতেন না, এতীমের মাল আত্মস্যাৎ করতেন না, ঘুষ খেতেন না, সুদ খেতেন না।

আপনি এরকম হাজারটা হারাম আয় থেকে বিরত থাকতেন।

 

আপনি যদি এটা বিশ্বাস করতেন তবে, আপনি আল্লাহর হুকুম মানতেন। আল্লাহ যেখানে ফজরের সালাতের পর রিজিকের সন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন, সেখানে আপনি নানা রকম জিকির আযকার ও নফলে মত্ত হতেন না, ফজর পড়ে দীর্ঘ ঘুমে জড়িয়ে যেতেন না এবং নিজেকে আল্লাহর হুকুম অমান্যকারী বানিয়ে নিতেন না।

 

আচ্ছা, আপনি কি মনে করেন আপনার মালিক গরীব হয়ে গেছেন? আপনার দাবী মিটানোর সামর্থ হারিয়ে ফেলেছেন?

তাহলে কিসের ভয়ে আপনি অনৈতিক কাজে হাত বাড়ান?

ক্ষেতের ফসল কি আপনি দেন, না আপনার মালিক? তাহলে?

 

কবির কথা শুনুন। কোরান পড়ুন, কোরান মানুন, ধনী হোন। দেখবেন, বছর ভরে যা আয় করেছেন, তা খেয়ে শেষ করতে পারবেন না। উদ্বৃত্ত সম্পদ থেকে আপনাকে জাকাত দিতেই হবে।

 

যা বিশ্বাস করেন, যা বলেন, তার ওপর আমল করুন। ঈমান দৃঢ় করুন। আপনি হবেন সমৃদ্ধময়, পৃথিবী হবে সৌরভময়।

২৬/১১/২০২২  বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.