আহ, আরো একটি সকাল! - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৬

                

কবিতা-৩৪৬ : আহ, আরো একটি সকাল!

আহ, আরো একটি সকাল!

তাকিয়ে দেখো, অন্ধকারের ভেতর থেকে

ভেসে উঠছে এক সবুজ পৃথিবী।

দেখো কি টাটকা ও সজীব।

পাখিরা আজান দিয়ে ডাকছে।

বলছে, দেখো দেখো, ভোর হচ্ছে!

 

 

পূব আকাশে কে যেন তোমার

লাল ওড়নাটা ফেলে রেখে গেছে।

তুমি যখন পুকুরঘাটে বসে

অজু করছিলে, সেই ফাঁকে

একটা সোনালী ময়ূর এসে

ডিম পেড়ে গেছে সেই ওড়নার ওপর।

 

কী অপরূপ আলোয় ভেসে যাচ্ছে

মুগ্ধ চরাচর। হরিণের চামড়ার মত মোলায়েম, নরম, কুসুম কুসুম।

 

 

পাহাড়ের ভিজে চূড়ায় চমকাচ্ছে আলো।

আকাশের সাদা মেঘ উড়ে যাচ্ছে

আর বলছে, ভাল থাকিস ভাই।

আমার যাবার সময় হলো,

এবার আমি যাই।

 

 

তোমার চুলের ফিতে হয়ে

শুয়ে আছ রূপালী নদী। আর

নারকেলের পাতায় শিরশির শব্দ।

জবাফুলে ভোরের শিশির কী মোহময়।

 

 

এ সময় যারা কবুতরের খোপের ভেতর

আলস্যের চাদরে মুখ ঢেকে

শুয়ে থাকে শুকনো লাকড়ির মতো

তাদের বেঁচে থাকার কি দরকার?

ভোরের বাতাস যে গায়ে মাখে না,

যে দেখে না শিশিরের কারুকাজ,

যে নেয় না সোনালী ময়ূরের কোমল আদর

এ পৃথিবী দিয়ে সে কি করবে?

পৃথিবীরই বা তাকে কি দরকার?

 

 

পৃথিবী তো উপভোগের জন্য,

ঘুমের জন্য তো কবরের অন্ধকারই ভালো।

০৩/০৭/২০২০ ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.