সমর কাব্য - অপ্রকাশিত কবিতাঃ ৩৪২

কবিতা- ৩৪২ : সমর কাব্য

অমর কাব্য যে লেখার লেখো

খোলখুলি সব পষ্ট

আমাকে শুধু লিখবার দাও

হৃদয় পোড়ানো কষ্ট।

 

ক্ষুধার জ্বালা, মনের কষ্ট,

জালিমের জুলমাত

আমার কলমে লেখা হয় যেন

সন্ত্রাসী উৎপাত।

 

পেটে হাত বেঁধে ফুটপাতে শুয়ে

কারা রাতদিন কাৎরায়

গরীবের হক মেরে দিয়ে কারা

সুখের সাগরে সাঁতরায়।

 

এইসব কথা বলে যাও কবি

তোল সাহসের হাত

অনেক দেখেছি চাই না দেখতে

আর আঁধারের রাত।

 

কোটি হাত যেন গর্জে ওঠে

মানি না অন্যায়, পাপ

অন্যায় শুধু কষ্ট বাড়ায়

ছড়ায় সে অভিশাপ।

 

হোক সে নিজের ভাই-বেরাদর

নিকট আপনজন

সবাই দাঁড়ালে পালাবেই পালাবে

কঠিন দুঃশাসন।

 

আমাদের শুধু এক দাবী আজ

চাই মন্দের লাশ।

খুঁজে ফিরি কে আমদানি করে

জাতির সর্বনাশ।

 

মানুষরূপী অমানুষে আজ

ভরেছে ধরাধাম

তাদের সয়ে বাড়াবো না আর

জনতার বদনাম।

 

তোমরা লেখো অমর কাব্য

সমর কাব্য আমি

কবিতার চেয়ে মানুষের জীবন

আজো অনেক দামী।

১০/১১/২০২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.