ফেলানীর কথা - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৮

                   

কবিতা-৪৮৮ : ফেলানীর কথা

ফেলানীর কথা মনে পড়ছে খুব। এতটুকুন মেয়ে। কি দোষ ছিল ওর?

সে কি চুরি করেছিল? মানুষের বিবেক বলে কি কিছু নেই?

 

তাকে যারা মারলো তারা পশুর চেয়ে অধম। তবু এই দুপেয়ে জানোয়ারদের মানুষ বলতে হয়। খুনীকে খুনী না বলে মানুষ বলা আমাদের অভ্যেস হয়ে গেছে।

 

খুনী যদি মানুষই খুন করে তবে তাকে খুনী না বলে মানুষ বলা কি মানবতার অপমান নয়?

 

ফেলানীর গায়ে কি রক্ত ছিল না?

তার কি মা বাপ ভাইবোন নেই?

তবে কেন সে হয়ে গেল বাংলাদেশের পতাকা?

কেন তাকে ঝুলিয়ে দেয়া হলো কাঁটাতারে?

 

তার তো একটা দেশ ছিল।

সে দেশ একটা প্রতিবাদলিপি পাঠাতে ভয় পায় কেন?

সীমান্তে বিডিআর মারা যায়, দেশ নিশ্চুপ।

তবে কি আমরা স্বাধীন নই?

আমার দেশ কি চালায় খুনীদের দোসর?

 

ফেলানী, তুই মরে বলে গেলি আমরা কতটা অক্ষম। কতটা পরাধীন।

তবে কি স্বাধীনতার জন্য আমাদের আবার লড়াই করতে হবে?

একাত্তুরে কি আমরা স্বাধীন হইনি?

১২ই মে ২০২৪; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.