দাও রহমতের জমজম - অপ্রকাশিত কবিতাঃ ৪০৬
কবিতা-৪০৬ : দাও রহমতের জমজম
যখন প্রচন্ড দাবদাহে পুড়ে যাচ্ছিল
বৃক্ষ পাতা, এলাকার পুকুরগুলো রন্ধনশালার ডেকচির মত গরমে ফুটছিল, যখন তোমার পবিত্র বান্দারা এস্তেখারার নামাজে মাতম করছিল, আর শয়তানগুলো হাবুডুবু খাচ্ছিল পাপ দরিয়ায়, তখনি তোমার দেখা পেলাম।
তোমার আক্রোশ ফুঁড়ে বেরিয়ে এলো মমতার আবে জমজম। রহমতের বৃষ্টি এসে ধুয়ে দিল জাহান্নামের আগুন। তুমি কতটা দয়াবান তা বুঝিয়ে দিলে কয়েক মিনিটের বৃষ্টিতে।
হে মালিক, তুমি প্রকৃতির কান্না শুনতে পাও কিন্তু আমার হৃদয়ের কান্না কি শুনতে পাও না? ক্রডিট ও মাইক্রোক্রেডিটের টাগ অব ওয়ারে বাজারে যে আগুন লেগেছে সে আগুন দেখতে পাও না? দুপেয়ে পশুদের নোংরামী দেখতে পাও না?
তবে কেন? কেন তুমি রহমের বৃষ্টি দিয়ে ধুয়ে দাও না এ সমাজ?
যখনি মনে হয়, তুমি রহীম, তুমি রহমান, তখনি পাথর চোখ ছুটে যায় আকাশের দিকে, ভাবি, এই বুঝি নেমে এলো রহমের ধারা আবে জমজম।
কিন্তু না, কৈশোর পেরিয়ে যুবক হলাম, যৌবন কাটলো জালিমের কারাগারে, চুল পাকা শুরু হয়ে গেছে, কিন্তু নিভলো না ইব্রাহিমের অগ্নিকুন্ড, সাগর দুভাগ হয়ে তৈরী হলো না মুসার বাহিনীর বাঁচার পথ, প্রভু, আর যে পারি না।
দাও, দাও, বৃষ্টি দাও। দাও রহমের জমজম।
১৩ই জুন ২০২৩; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments