নিরপেক্ষ নেই কেউ - অপ্রকাশিত কবিতাঃ ৪০৫
কবিতা-৪০৫ : নিরপেক্ষ নেই কেউ
নেই কেউ নিরপেক্ষ আল্লাহ ছাড়া
সকলেই ঘিরে আছে স্বজন দ্বারা।
ভবিষ্যতে কি হবে জানে নাতো কেউ
জানেনা কোথায় নেবে সময়ের ঢেউ
মাটি ফুঁড়ে কবে হবে নবীন চারা।
নেই কেউ নিরপেক্ষ আল্লাহ ছাড়া।
অতীতের কথা সে কিছু কিছু জানে
যেটুকু এসেছে তার ছোট দুই কানে
জানে না কি ঘটেছিল মরু সাহারা।
দেখেনি জনমকালে এসেছিল কারা।
নিজের ভাগ্য যার জানা নেই কিছু
কিভাবে সে বানাবে জগত বিধান
কিভাবে বানাবে সে নির্ভুল আইন
মায়া আর মরিচীকা ঘুরে যার পিছু।
আল্লাহর আইন ছাড়া আর সব ভূয়া
মানুষের গড়া আইন হারামের কুয়া।
কপাল লিখন যার জানা নেই তারা
কিভাবে বানাবে আইন কিসের দ্বারা।
৮ই জুন ২০২৩; বাদ আসর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments