প্রার্থনা - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৬

                 

কবিতা-৪৮৬ : প্রার্থনা

যে শিশুটি পথের পাশে একলা বসে কাঁদে

চায় না যেতে মর্ত্য ছেড়ে আকাশের অই চাঁদে

তার কামনা দুমুঠো ভাত একটুখানি নুন

চায় না খেতে মন্ডা মিঠাই, চায় না আফলাতুন।

 

ক্ষুধার জ্বালা মেটে না তার, বিদেশে যায় টাকা

দেশের শুধু উন্নতি হয়, তার পরাণটা ফাঁকা

বাড়ে দেশে দালান গাড়ি, তার তো বাড়ি নাই

এমন দেশে কেমনে আমি সুখের দেখা পাই।

 

কেউবা করে পুকুর চুরি, কেউবা সাগর, নদী

মানুষ মেরে পোক্ত করে কেউবা নিজের গদী

কেউবা আবার দুর্নীতির ভাসে নোনা জলে

দেশটা কারা দেয় ভাসিয়ে শুধু পাপের তলে?

 

ঝড় বৃষ্টি বন্যা পাঠাও, ওরা থাকে সুখে

দুষ্ট লোকের মিষ্টি কথা কে দেবে আজ রুখে?

পাঠাও তুমি খালিদ ওমর, নবীন সালাদীন

ঘুচাও তুমি দয়া করে অভাবীদের দিন।

 

তোমার দয়ার নাই যে সীমা, একটু দয়া দাও

বিশ্ব থেকে আহাজারি, আল্লাহ তুলে নাও।

৭ই মে ২০২৪; বাদ জোহর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.