ঘৃণার কুড়াল - অপ্রকাশিত কবিতাঃ ৪৮৫
কবিতা-৪৮৫ : ঘৃণার কুড়াল
আমি তোমাকে ভালবাসি।
ভালবাসি
বলেই তোমাকে ঘৃণা করি। কারণ, তোমার অনেক গুণ।
তুমি লিখতে
পারো, গাইতে পারো,
তুমি সুরের
জাদুকর।
তুমি উদার
আকাশ, পাথরে নির্ঝর।
বৃষ্টি ধোঁয়া
ভয় জাগানো কালবোশেখী ঝড়।
লোকে অনেক
ভালবাসে, সাগরের নীল ঢেউ
তোমার মত
আমায় কেন বাসে না ভাল কেউ।
তাইতো মনে
ঈর্ষা জাগে, ঈর্ষা থেকে ঘৃণা।
আমার কি
ভাই প্রতিভা নাই,
নাকি আমি
শুধুই হৃদয়হীনা?
ফুলের সুবাস
যায় না রোখা, মোহিত করে মন
তাই কি মানুষ
আনন্দ পায়, দেখে ফুলের বন।
আমি পরাই
শিমুল গাছে লাল রঙের শাড়ি
তবু মানুষ
ছুটে বেড়ায় গন্ধরাজের বাড়ি।
তাইতো তোমায়
ঘৃণা করি গন্ধরাজের ফুল
প্রাণ মাতানো
সুবাস মনে ফোটায় অঙ্গে হুল।
ঘৃণা মানে
বসে থাকা সাগরের নীল পাড়
ঘৃণা মানে
ভালবাসার উত্তুঙ্গ পাহাড়।
তোমায় আমি
ঈর্ষা করি, ভালবাসার ফুল
সাগর দেখে
মনের কষ্টে কাঁদে নদীর কূল।
ঈর্ষার সেসব
কান্নাগুলো ঘৃণা যখন হয়ে যায়
ঘৃণার কুড়াল
মারি আমি তখন নিজের পায়।
১৫ই মে ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments