কাঙ্খিত বেহেশত - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৮
কবিতা-৪৭৮ : কাঙ্খিত বেহেশত
আল্লাহর নবী ধ্যানের ছবি
গরীব বন্ধু
এলেন ধরায় দুর্নিবার
মিথ্যা বাতিল
পাপ কালিমা
ঘৃণা বিদ্বেষ
সব কিছু চুর্নিবার।
তাপিত বিশ্বে
যাপিত নিঃস্বে
তিনিই হলেন
মুক্তি দূত
শান্তি আনলেন, সাম্য আনলেন
সততা আনলেন, কী অদ্ভুত।
রক্তে ভেজা
মরু বালুকায়
আনলেন তিনি
আবে জমজম।
সততা বন্যায়
ঘুচিলো অন্যায়
ঘুচিলো সংঘাত
সব হরদম।
আখেরি নবী
সততার ছবি
আলোর রবি
মেললো চোখ
পালালো অন্যায়
পাপ কালিমা
পালালো ধরার
সব দূর্মুখ।
যেদিকে তাকাও
অপার শান্তি
অন্তরে সবার
বইলো সুখ।
চললো মিছিল
কি যে অনাবিল
শান্তির
দিকে তাদের রোখ।
সেই পথ খাঁটি
সরল সোজা
মুক্তির
পথ সব মানুষের
সে পথে গেলে
সকলেই পায়
কাঙ্খিত
পথ বেহেশতের।
তুমিও যাও
সেই পথে হাঁটো
অনিবার হাঁটো
দুর্নিবার
অন্যায় জুলুম, অসত্য পাপ
সকল কিছু
চূর্নিবার।
২৫শে জানুয়ারী ২০২৪; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments