জানি তুমি থাকবে - অপ্রকাশিত কবিতাঃ ৪৭৭
কবিতা-৪৭৭ : জানি তুমি থাকবে
জানি তুমি আসবে
ফুল হাসবে
চাঁদ হাসবে
প্রজাপতি
ডানা মেলে
কাছে আসবে
আমায় তুমি
ভাল বাসবে।
না, এটা কেন
আশা নয়
এটাই জীবন
এ না হলে
কে ঠেকাবে
আমার মরণ।
বেঁচে আছি
নিঃশ্বাসে
এ অটল বিশ্বাসে
তুমি আছো
সঙ্গে
প্রাণ আছে
অঙ্গে।
জানি তুমি
আসবে
আরো ভাল
বাসবে
তুমি রবে
সঙ্গে
সকলের অঙ্গে।
তুমি ছিলে, তুমি আছো,
জানি তুমি
থাকবে
ভালবাসো
যারে তুমি
ন্যায় পথে
ডাকবে।
১৪ই
মার্চ ২০২৪; বাদ জোহর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments