খুনীর কোন রক্ষা নাই - অপ্রকাশিত কবিতাঃ ৪৪০

           

কবিতা-৪৪০ : খুনীর কোন রক্ষা নাই

ভরা জোসনায় সাঁতরাচ্ছে চাঁদ।

কথাছিল পূর্ণিমা চাঁদোয়া রাতে

তোমাকে নিয়ে নদীপাড়ে ঘুরতে যাবো।

কিন্তু বাংলার মানুষের কি সে সৌভাগ্য আছে?

খবর এসেছে, সন্ধ্যার পর মশাল মিছিল বের হবে।

আমাকে মাফ করো সন্ধ্যাতারা। আমাকে যে মিছিলে যেতেই হবে।

 

আমার ভাইয়ের খুনীকে আমি কি করে ছেড়ে দেবো বলো। মা প্রতি রাতে কাঁদে। তার চোখের অশ্রু মোচনের জন্য আমাকে যে মিছিলে যেতেই হবে।

 

যে হন্তারক আমার ভালবাসার সময় কেড়ে নিয়েছে সে গদীতে থাকলে

আমার যে আর কোনদিন চাঁদোয়ার মৌতাত দেখা হবে না। আমি কি গোলাপের সৌরভ না দেখেই মরে যাবো?

না। চাঁদোয়া নয়, জোসনা নয়,

ফুলের সৌরভ নয়,

তোমাকে দেখাবো বুকের আগুন।

 

মিছিলের শীর্ষে বীরাঙ্গনা চাঁদ সুলতানা হয়ে তুমি হাঁটবে আর আকাশ বাতাস মথিত করে বলবে, "স্বৈরাচারের পতন চাই, খুনীর কোন রক্ষা নাই।"

৩১শে ডিসেম্বর ২০২৩; বাদ মাগরিব।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.