পোস্টারিকা-৭ : সরাও আঁধো রাত - অপ্রকাশিত কবিতাঃ ৪০৮
কবিতা-৪০৮ : পোস্টারিকা-৭ : সরাও আঁধো রাত
১।
অতি খ্যাতি ভালো নয়
অহংকারের থাকে ভয়
তাই অহংকার, গর্ব নয়
অহংকারী শয়তান হয়।
২।
বাঁচতে হলে জানতে হয়
হাসার পরে কানতে হয
বেশী হাসাও ভালো নয়
তাতে কমে খোদার ভয়।
৩।
কী এঁকেছিস আমিনা
এটা কিন্তু আমি না।
হয়তো কথা দামী না
তবুও পথে থামি না।
৪।
এতো কথা ক'বি না
আমি কিন্তু কবি না।
বলতে পারিস শব্দ চাষী
কে নয় প্রভুর দাস-দাসী।
৫।
প্রভু কোন বোকা নন
তিনি কচি খোকা নন।
ডাকো তাঁরে সারাক্ষণ
ঢেলে নিজের তনুমন।
৬।
আমি কতো গুণীজন,
জানে শুধু আমার মন
অতি বুদ্ধি মাথায় এলে
তারে ধরে দেই দাফন।
৭।
আমায় যারা পেয়ার করেন
তাঁরাও লেখা শেয়ার করেন
নিজে হাদীস কোরান পড়েন
নিজেই সুন্দর সমাজ গড়েন।
৮।
আল্লাহ অতি আপন জন
তাঁর কাছে সব খুলে কন।
তাঁরই দেয়া বিবেক মন
এই বিবেকই সেরা মন।
৯।
যদি মনের শান্তি চান
করেন আল্লার গুণগান
গড়েন মনে ফুল বাগান
হৃদয় দিয়ে সুখ বিলান।
১০।
আগে ছিলেন আল আমীন
পরে হলেন নবী
আগে ভালো মানুষ হোন
তারপরে হোন সবই।
১৩ই আগষ্ট ২০২১; বিকাল ৪টা।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments