বাকুম বাকুম সুখ - অপ্রকাশিত কবিতাঃ ৪০৯

  

কবিতা-৪০৯ : বাকুম বাকুম সুখ

তুমি দুঃখ দিলেই আমাকে তা নিতে হবে? তুমি কষ্ট দিলেই আমাকে তা নিতে হবে? না, নেবো না?

 

বাতাস জোর করে ঘরে আবর্জনা দিয়ে গেলে যেমন ঝাড়ু দিয়ে তা ফেলে দেইতেমনি তোমার দেয়া দুঃখ ও কষ্টগুলো না ফেলে কখনো আমি ঘুমোতে যাই না।

 

 আমার কি দায় ঠেকেছে তোমার দেয়া কষ্টগুলো বয়ে বেড়ানোর?

তোমার দেয়া  দুঃখ ও কষ্ট নিয়ে আমি কি করবোআমার হৃদয় কি দুঃখ রাখার ভাগার?

 

কি ছিল আমারকিছুই ছিল না।

মরার ডাক এলে মানুষ যেমন খালি হাতে চলে যায়কিছুই নেয় না,  তেমনি খালি হাতেই এসেছিলামকিছুই নিয়ে আসিনি।

তবে কেন অনাহুত দুঃখ নিয়ে বিভোর হবো আমি?

দুঃখ কি বেলী বা বকুল ফুলের মালা?

না। তবে কেন খোঁপায় বাঁধবো?

ধুতুরা ফুল দিয়ে কে সাজায় বাসরঘর?

 

এতো এতো সুখ ও আনন্দ রেখে দুঃখের নদীতে সাঁতার কাটার সময় কোথায় আমারএই যে পূর্ণিমা চাঁদ হাসে আমাকে দেখেসে কি আমাকে দুঃখ দেয়ার জন্য?

বাগানের ফুল কি পাপঁড়ি মেলে আমাকে কষ্ট দেয়ার জন্য?

নদী ও ঝর্ণারা গান গায় কার মনোরঞ্জনের জন্যসেকি আমাকে কষ্ট দেয়ার জন্য?

 

তুমি কি শোননিভোরের পাখির আজানসান্ধ্য গজলরাতে বিরহী কোকিলের ফরিয়াদসবাই কি তৃপ্তির সাথে প্রভুকে ডাকে।

 

তুমি কি করো?

সামান্য একটা চকলেট দিলে শিশুও বলেথ্যাঙ্কউতুমি কি জানো নাসে ধন্যবাদের রীতিতবেকেন তুমি সিজদা দিতে ভুলে যাও?

 

একদিন হাসপাতালে গিয়ে অক্সিজেন নিয়ে দেখোকত টাকা লাগে। এই যে জীবনভর অক্সিজেন নিলে বিনি পয়সায়তুমি কি তার শোকর আদায় করেছো?

 

মানুষ এতো নাদান কেন?

তার প্রভু তাকে আনন্দের কোন সামগ্রী দেননিতবে কেননা পাওয়ার বেদনা তোমাকে কুড়েকুড়ে খায়?

 

স্মরণ করোঅবারিত সবুজ ঘাসের কথা। কুয়াশার কথা। কিসের দুঃখ তোমারকষ্ট কিসের?

হায়মানুষ কেন বেদনা খুঁড়ে রক্তাক্ত করে আপন হৃদয়! কেন বুঝে নামানুষকে বানানোই হয়েছে আনন্দের কোকিল করে।

 

অন্তহীন সুখের সাগরে বাস করেও মানুষ কেন বলতে পারে না,  আমার কোন কষ্ট নেই। কেন বলে নাবুকের ভেতর সুখের পায়রা চিরদিন বাকুম বাকুম করে।

১০ই সেপ্টেম্বর ২০২৩; বাদ এশা।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.