ভালবাসার সুখ - অপ্রকাশিত কবিতাঃ ৪৮০
কবিতা-৪৮০ : ভালবাসার সুখ
আমাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার।
আমি কি পাখি
যে আকাশে উড়বো?
মেঘ কি আকাশ
ছোঁয়?
কে আকাশ
ছুঁতে পারে?
বৃক্ষরা
আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে। সেও কি আকাশে যেতে চায়? বৃষ্টিরা
নেমে আসে আকাশ থেকে। আসলেই কি আকাশ থেকে?
কত প্রশ্ন।
মানুষ কয়টার উত্তর জানে?
নাকি সবই অলীক কল্পনা?
কল্পনার
জমজ ভাই স্বপ্ন। স্বপ্নরা আকাশে উড়ে বেড়ায় কল্পনার রকেটে চড়ে। সুখ পেতে চায়। সুখের
নাগাল কয়জন পায়?
মানুষ মারার
জন্য যারা কাড়িকাড়ি অস্ত্র বানায় তারা কি সুখী? ক্ষমতার চূড়ায় যারা বাস করে তারা
কি সুখী?
হিংস্রতা
দিয়ে কি সুখ কেনা যায়?
না। সারাক্ষণ
তাদের তাড়া করে ভয়। তাদের হাত ফসকে বেরিয়ে যায় সুখ। তবু মানুষ ভালবাসতে শিখলো না।
লোভ ছাড়তে
শিখলো না। হিংসা ছাড়তে শিখলো না।
লোভ করতে
করতে একদিন সে হয়ে যায় কবরবাসী। হায়রে লোভ!
যদি সুখী
হতে চাও ভালবাসতে শেখো। মানুষকে ভালবাসো। প্রকৃতিকে ভালোবাসো। শুভ ও সুন্দরকে ভালবাসো।
কল্যাণকে ভালোবাসো।
ভালবাসার
স্বপ্নের চাষ যে করতে পারে,
সুখ তার পায়ে চুমু খায়। সে আকাশ ভেদ করে চলে যেতে পারে আরশ মহল্লায়।
আল্লাহর ভালবাসায় আপ্লুত হয় তারা।
৪ঠা মে ২০২৪; বাদ এশা।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments