আগাছা বন্দনা - অপ্রকাশিত কবিতাঃ ৪৮১

            

কবিতা-৪৮১ : আগাছা বন্দনা

আজ রক্ত ঝরানোর দিন।

শাপলা চত্ত্বর রক্তে রঙিন করার দিন।

কোরানে হাফেজদের শাহাদাতের দিন।

 

ইসলামের জন্য এভাবেই রক্ত ঢালতে হয় মোমিনদের।

এখন আর কাফির নয়, যারা রক্ত নেয় তারাও মুসলমান।

ক্ষমতার গদি কি এতই সুস্বাদু যে,

তার জন্য পাখির মত মারতে হয় মানুষ? মারতে হয় দেশ বরেণ্য আলেম?

 

না হয় ওরা গদীর জন্য মানুষ মারে।

কিন্তু যারা মরে তাদেরকে ভালবাসার জন্য কোন মানুষ কি নেই দেশে?

আমরা যাদের পিছনে নামাজ পড়ি সে ইমামরা কই?

যারা বড় বড় ইসলামী দল করেন, তারা কই?

এ দেশের নব্বই ভাগ মুসলমান কই?

 

যারা ফুল এবং ফুলের কলিদের পিষে মারে, সেইসব খুনীদের জন্য একটা ঘৃণার মিছিলও বের হয় না আজ বায়তুল মোকাররম থেকে।

শহীদদের জন্য দোয়া করার নিমিত্ত সমবেত হয় না কোন পুষ্পবীথি।

মুমীনের অন্তর আজ কুৎসিত জোঁকের ভয়ে দিশেহারা। শহীদদের জন্য দোয়া করারও আজ কেউ নেই।

তাইতো বলি, এ জাতির ওপর রহমতের বৃষ্টি হয় না কেন? যারা জুলুমকে মেনে নেয় তারাও জালিম।

আল্লাহ জালিমদের পছন্দ করেন না।

 

গন্ডারের চামড়া মোটা। সহজে তার ঘুম ভাঙ্গে না। তাদের রাখালরা হয় গন্ডমূর্খ। বৃষ্টি হলেও যে কৃষক ফসল বুনে না, তার ক্ষেতে ফসল হয় না, হয় আগাছা। দেশ কি এভাবে আগাছাতেই পূর্ণ হবে? আমাদের দিন কি কাটবে আগাছা বন্দনা করে?

৫ই মে ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.