বিজয়ের চুমু - অপ্রকাশিত কবিতাঃ ৪১৫
কবিতা-৪১৫ : বিজয়ের চুমু
যে রমনী দশ মাস দশ দিন গর্ভধারণ করতে রাজি নয়
রাজি নয় প্রসবকালীন অসহ্য যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে
পৃথিবীতে সে কোনদিন মা হওয়ার গৌরব অর্জন করতে পারে না।
যে মৃত্তিকা লাঙলের ফলার আঁচড় খেতে রাজি নয়
রাজি নয় রোদে পুড়তে, বৃষ্টিতে স্নান করতে
পৃথিবীতে সে কখনো সবুজ উদ্যান রচনার গৌরব অর্জন করতে পারে না।
যে বিপ্লবী জেল জুলুম টিয়ারগ্যাস ও গুলি খেতে রাজি নয়
রাজি নয় ফাঁসির মঞ্চে সাহসের দুন্দুভি বাজাতে
পৃথিবীতে সে কোনদিন সাফল্যের গৌরব অর্জন করতে পারে না।
বাঁচতে হলে মরতে শেখো, বিজয় তোমার পায়ে চুমু খাবে।।
১লা জুলাই ২০২৩; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments