পাপিষ্ঠ দাজ্জাল - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৭

     

কবিতা-৪৫৭ : পাপিষ্ঠ দাজ্জাল

হে আল্লাহ!

আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদি না।

বাচ্চা শিশুগুলোর বুক এফোড় ওফোড় দেখে আমার কান্না আসে না।

বিশ্বের নির্যাতিত মুসলমানদের

জন্য আমি কাঁদি না।

পৃথিবির কোন মানুষের  জন্য আমার আর কাঁন্না আসে না।

আমি কাঁদি আমার জন্য।

 

তিনশ তের জনের বিরুদ্ধ. শুধু আরব নয়,ইরাক নয়, এমনকি বিশ্ব সালতানাত রুখে দাঁড়িয়েছিল।

আমি কাঁদি আমাকে সে ঈমান দাওনি কেন প্রভু। তুমি কি আমাকে তেমন ঈমানদার বানাতে পারো না?

যে ঈমান দেখলে পালিয়ে যায় বিশ্ব  ইবলিশ, শয়তান।

 

পালিয়ে যায় কাফের, মোশরেক, নালায়েক মোনাফিক।

হে প্রভু, নালায়েক  মোনাফিকদের যাতনা আর কত সইব আমি, আমরা?

মাত্র, মাত্র তিনশ তেরজন ঈমানদার চাই মোড়লদের জোট ভাংতে।

 

কিসের যুদ্ধ?

মা- বাপের খবর নেয় না যে জাতি, পড়শিদের খোঁজ রাখে না যারা,

তারা   করবে বিশ্ব শাসন?

 

আল্লাহ আমাকে কোরআন মুতাবেক চলার তৌফিক দাও।

কোরআনে বর্ণিত

তিনশ তের জনের মত ঈমান দাও।

বিশ্বের কোটি কোটি মোনাফেক থেকে তুমি আমাদের আলাদা করে দাও।

 

আমি কাঁদি আমাদের জন্য

আমাদের বানাও বদরী মুসলিম।

আমাদের বানাও বদরী মুসলিম।

আমাদের বানাও বদরী মুসলিম।

আমাদের ভয়ে কাঁপুক সত্যদ্রোহী পাপিষ্ঠ দাজ্জাল।

২৭শে মার্চ ২০২৪; বাদ এশা।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.