পরাবাস্তব কবিতা - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৬
কবিতা-৪৫৬ : পরাবাস্তব কবিতা
ঘুটঘুটে অন্ধকার। এই নিশ্চিদ্র আঁধারেও যদি তুমি কল্পনা করো তবে কোন না কোন অবয়ব অবশ্যই খুঁজে পাবে। ইচ্ছে মত বদলাতে পারবে অবয়বের অঙ্গ। এটাকেই বলে পরাবাস্তব কবিতা।
দীর্ঘক্ষণ একাকি কোন গভীর অন্ধকারে বসে থাকলে মনোলোকে নানারকম
অবয়ব ভেসে উঠতেই পারে, একে বলে কল্পনায় মিষ্টি ভক্ষন। এটাকেই বলে পরাবাস্তব
কবিতা।
বাস্তবে
নেই, কিন্তু কল্পনায় আছে।
এই কল্পনার
বোররাকে চেপে তুমি অনায়াসে চলে যেতে পারবে সিদরাতুল মুনতাহা। বেহেশতের বাগানে বসে খাবে
সুমিষ্ট ফল।
এটাকেই বলে পরাবাস্তব কবিতা।
পরাবাস্তব
কবিতা কুয়াশার চেয়ে মিহিন, রেশমের চেয়ে মোলায়েম।
কিন্তু সবই
অবাস্তব। না হাত দিয়ে
ধরা যায়, চোখ দিয়ে দেখা যায়।
পরাবাস্তব
কবিতা হচ্ছে অদৃশ্য সোনার পাথরবাটি।
২৬শে
মার্চ ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments