নরখাদক - অপ্রকাশিত কবিতাঃ ৪৫৯
কবিতা-৪৫৯ : নরখাদক
নরখাদখদের দেখে আমি সিঁটিয়ে যাই।
ভাবি, ওরা কি গাদ্দার না মীরজাফর।
বুঝি না।
যদি সিরাজ
সিকদার মারা না যেতো, ভাবতে পারতাম, সবাই নরখাদক
নয়,এখনো মানুষ আছে?
পনরই আগস্ট
না এলে বুঝতাম,
এটা গাদ্দারের আস্তানা নয়। মোশতাকের জনসভায় যারা সাপ
ছাড়ে তারা কি মানুষ?
কে মানুষ?
জিয়ার পাশবিক
খুনীদেরকে কে মানুষ বলে?
কারা নিজামীকে
ফাঁসি দেয়?
আরমানের
গুমকারী কারা?
না, কেউ মানুষ না। সব খুনী ও নরখাদক।
সব অমানুষের
দল।
আমাদের দেশে
রাজা মরে না। রাজারা হয় নরখাদকের অদৃশ্য খোরাক।
আফসোস! কে
সেই অদৃশ্য নরখাদক।
কে তার পরবর্তী টার্গেট?
জল্লাদ কি
রাস্তার প্রতি মোড়ে পাহারা দেয়?
৩রা এপ্রিল ২০২৪; বাদ মাগরিব।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments