আলোর গম্বুজ - অপ্রকাশিত কবিতাঃ ৪৬০
কবিতা-৪৬০ : আলোর গম্বুজ
হায়, জন্মান্ধ অবাধ্য কেনান!
নসীবে হেদায়াত
না থাকলে এভাবেই জানোয়ারের সাথে সলিল সমাধি হয়। একেই বলে নিয়তি।
কে নিষেধ
করেছিল অলৌকিক নৌযানে উঠতে?
নারী-পুরুষ, বৃক্ষলতা, ভাগ্যবান জানোয়ার, পোঁকামাকড়
কে চান্স পায়নি নৌকায়। সবার জায়গা হয়, শুধু জায়গা পায় না নবী
নূহের আপন পুত্র।
বুড়োরা আজকাল
চেটের বাল।
হে যুবক, এরাই মহীরুহ।
ক্ষমতা, দেহের শক্তি, সম্পদের মোহ, জোর
করে ছিনিয়ে নেয়া যায়।
অবশেষে যখন
জমিন ভেসে ওঠে, জীবিত জানোয়ার দেখে চোখের সামনে অগ্নিআঙুর।
অগ্নিআঙুর
ছাড়া কোন সবুজ তাদের নয়নে ভাসে না। ভাসে না সবুজ আপেল।
আল্লাহর
কি লীলা।
মানুষ শস্য
শ্যামলিমা দেখে হেসে
ওঠে অপার
আনন্দে আর অবাধ্যের দল চিবায় অগ্নি আঙুর।
শয়তান কী
না পারে! নবীপুত্রকেও অসভ্য বানাতে পারে। তুমিতো সেদিনের শিশু।
আল কোরানের
নায়ে চড়ে দেখো, সুখের সাগর ডাকছে তোমাকে।
সালাতে দাঁড়িয়ে
দেখো, সুখ আর শান্তি।
নীল পাহাড়ের
ঝর্ণার আলোর গম্বুজ।
৪ঠা এপ্রিল ২০২৪; রাত ৩:২০মি।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments