কি নয় কবিতা - অপ্রকাশিত কবিতাঃ ৫০০
কবিতা-৫০০ : ময়লার ভাগাড়
আমাদের বাসাটা এখন ময়লার সরকারী ডাস্টবিনের সামনে।
আগে এখানে
একটা নার্সারী ছিল।
আমরা সে
নার্সারীতে যেতে পারতাম।
ফুলের গন্ধ
নিতে পারতাম।
এখন সেখান
থেকে ভেসে আসে উৎকট দুর্গন্ধ। যেমন দুর্গন্ধে ভাসছে এ অসভ্য সমাজ।
সে গন্ধে
নাড়িভুঁড়ি উল্টে যেতে চায়।
মনে হয় আমরা
বসে আছি অনভিপ্রেত এক ময়লার ভাগারের মধ্যে।
কতিপয় লোক
ময়লার গন্ধ থেকে বাঁচার জন্য পকেট থেকে আতরের শিশি বের করে সেখানে আতর ছিটাচ্ছে। কিন্তু
সে আতর নিমিষেই বাতাস উড়িয়ে নিয়ে যায়।
মানুষ কি
আহাম্মক। তারা এটাও বুঝে না, আতর ছিটিয়ে দুর্গন্ধ দূর করা যায় না। দুর্গন্ধ দূর করার একমাত্র
উপায়, এখান থেকে ময়লা সরিয়ে ফেলা। তাহলেই আমরা নির্মল বাতাসের দেখা পাবো।
সমাজে ময়লা
থাকলে দুর্গন্ধ ছড়াবেই। সমাজকে পরিশুদ্ধ করতে হলে ময়লা সরাতে হবে সমাজ থেকে। তখন আর
আতর ছিটানোর প্রয়োজন পড়বে না।
যারা আমাদের
সমাজে আতর ছিটাচ্ছেন তাদেরকে বলি, কাস্তে কোদাল হাতে নেন। ময়লা সরান, দুর্গন্ধ
আপনাকে তবে আর অস্থির করবে না।
২রা জুন ২০২৪; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments