কি নয় কবিতা - অপ্রকাশিত কবিতাঃ ৪৯৯

                              

কবিতা-৪৯৯ : কি নয় কবিতা

কবিতা হচ্ছে বাঁধভাঙ্গা জোয়ারের পানি।

কবিতা মনুষ্য আবেগের চরমতম বহিপ্রকাশ।

 

কখনো কবিতা হয় প্রেয়সী ঢেউ খেলানো চুল, কখনো চুল থেকে ভেসে আসা বিমুগ্ধ সুবাস। হৃদয়কে দলিত মথিত করা শব্দের নাম কবিতা।

 

কখনো সাগরের উম্মাতাল ঢেউ হয় কবিতা।

কখনো প্রার্থনার নিমগ্ন বানীও কবিতা হয়।

মানুষের হৃদয় চূর্ণবিচুর্ণ করে যে শব্দমালা বেরিয়ে আসে তার নাম কবিতা।

 

অত্যাচরিতের ক্রন্দনের নাম কবিতা।

ফুঁসে ওঠা সমুদ্রের গর্জনের নাম কবিতা।

কবিতা জালিমের বিরুদ্ধে গর্জে ওঠা বিপ্লবীর কন্ঠ। কবিতা হতে পারে শ্লোগানের অপর নাম। সাহসের উজ্জ্বলতা নাম কবিতা।

 

কবিতা পুত্রহারা মায়ের বিলাপধ্বনি।

কবিতা রাইফেলের বিরুদ্ধে বিদ্রোহের নিশান। কবিতা সুমীর শেষ চিৎকার।

কবিতা ফেলানীর মায়ের আহাজারি।

 

কে বলে, কবিতা কতিপয় দুর্বোধ্য শব্দের নান্দনিকতা? না, ভুল।

কবিতা হৃদয়ের মর্মরধ্বনি।

কবিতা জালিমের ত্রাস।

কবিতা রুখে দেয় দুর্বৃত্তের বেজন্মা সন্ত্রাস।

৩১শে মে ২০২৪; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.