জোসনাবৃক্ষ - অপ্রকাশিত কবিতাঃ ৪৩৬
কবিতা-৪৩৬ : জোসনাবৃক্ষ
নীল পাহাড় চূড়ায় লটকে আছে চাঁদ। নীল পাহাড়ের চূড়া নাগিনীর নিঃশ্বাসে লাল হয়ে গেল।
নীল আসমান
কালো হলো। রাত নামলো। আলো গ্রাস করলো অন্ধকার। শহরের অলিতে গলিতে। গ্রামের ধানক্ষেতে
ছড়িয়ে পড়লো আঁধারের বন্যা। চাঁদ উজ্জ্বল হলো।
বললো, হে মানুষ, ঘাবড়িয়ো না। এই নাও সামান্য আলো। এর নাম জোসনা।
এ আলো ধারণ করে বাঁচার চেষ্টা করো। আমি সূর্যের সাথে কথা বলেছি। সময়মত সে চলে আসবে।
সে এলে আঁধার
পালিয়ে যাবে। আবার ধানক্ষেতে চাষীরা নামবে। গজাবে দুর্বাঘাস। জেগে উঠবে বৃক্ষের সবুজ
পাতা। রাতের বদলে দেখবে আপেলের মত ঝুলে আছে ভোরের নরম আলো। একটু অপেক্ষা করো।
ধরো, তোমাকে দিলাম জোসনাবৃক্ষ।জোসনাবৃক্ষের আশা তোমাকে সময়মত জাগিয়ে দেবে।
তুমি হাসতে
হাসতে নেমে আসবে রাজপথে।
বলবে, আল্লাহ মহান, প্রভু তুমি কল্পনার চেয়েও সুন্দর।
২৭শে ডিসেম্বর ২০২৩; বাদ ফজর।
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments