মন ভূলানো হাসি - অপ্রকাশিত কবিতাঃ ৪৩৫

      

কবিতা-৪৩৫ : মন ভূলানো হাসি

ওগো সর্বনাশী

কোন পাহাড়ে জন্ম নেয়

মন ভুলানো হাসি?

 

বাতাস তারে সুরে সুরে

বলে কাছে আসি

চন্দ্র বলে কে গো তুমি

তোমায় ভালবাসি।

সূর্য বলে দেশ জ্বালাবি

ওরে সর্বনাশী।

 

আমি রাজার দাসী।

যে রাজা দেয় খাদ্য খোরাক

তাঁর সাজানো বাঁশি।

মোহন সুরে দেই বিলিয়ে

সোহাগ রাশিরাশি।

তাঁর দেয়া এ হাসি?

 

হাসিতো নয়, হাসিতো নয়,

সুখের অশ্রুরাশি।

মনের ঘরে চুপি চুপি

তাইতো আমি আসি।

 

খোদার দেয়া এই দুনিয়া

আমি ভালবাসি।

তাঁর সাজানো বাগানবাড়ী

তাইতো ছুটে আসি।

২০শে ডিসেম্বর ২০২৩; বাদ আছর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.