কোরবানী করো রাগ - অপ্রকাশিত কবিতাঃ ৪১৩

 

কবিতা-৪১৩ : কোরবানী করো রাগ

কোরবানী করো রাগ, ক্ষোভ, বিদ্বেষ

মানুষে মানুষে করো বিভেদের শেষ।

গায়ে মাখো আল্লাহর হুকুমের রেশ

পরে নাও পাপ রেখে পূণ্যের বেশ।

 

মন থেকে জেদ তুমিদূর করে দাও

জনে জনে ভালবাসা দাও তুমি দাও।

বুকে পুষে রেখো নাতো হিংসার লেশ।

ঊষার আলোক আভার হোক উন্মেষ।

 

লোভের অনল যদি থাকে এই মনে

সে অনল দাও তুমি মুছে এই ক্ষণে।

উঁচু নিচু ভেদাভেদকরো নিঃশেষ।

সুরভিত করো এই সোনার স্বদেশ।

 

মন থেকে দূর করো আঁধার কালো

হেরার জ্যোতিতেমন করো আলো

পৃথিবীতে এনে দাও খুশি পরিবেশ।

মুছে দাও মানুষের কষ্ট ও ক্লেশ।

 

কোরবানী করো তুমি বদ খাসলত

ভুলে যাও মানুষের গড়া মতামত।

কোরবানী করে দাও মন্দ খায়েশ

মেনে নাও আল্লাহর হুকুম আদেশ।

২৯শে জুন ২০২৩; বাদ ফজর।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.