আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৭৪৯ আকাশ তো একটাই

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৭৪৯

আকাশ তো একটাই

আকাশ তো একটাই, একটাই রবি

আমাদেরও ছিল এক শিল্পী ও কবি

যার সুবাসে ভরা ছিল চারদিক

মল্লিক, মল্লিক, মল্লিক।

গান লেখা ছিল তার জীবনের হবি

দ্বীনের নকীব ছিল, ছিল প্রেম ছবি

বুকে ছিল বেশুমার খোদার জ্যোতি

সেই জ্যোতি ছড়াতেন তিনি দশদিক

মল্লিক মল্লিক, মল্লিক।

ছড়াতেন সুর তিনি গানে আর গানে

ভালবাসা ছড়াতেন প্রাণ থেকে প্রাণে

বুকে তার ভালবাসা ছিল অফুরান

বলতেন, পশু নয় হও মানবিক

মল্লিক মল্লিক, মল্লিক।

৪/৭/২০। ২ঃ০০টা।

No comments

Powered by Blogger.