আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ৩০৬৮-৩০৭৩

 

আসাদ বিন হাফিজ এর ছড়া-৩০৬৮

হীম বুড়ি

আসাদ বিন হাফিজ

হীম বুড়ি হীম হীম

এই নাও দুটো ডিম

গরম গরম খাও

খেয়ে বাড়ি যাও।

যাচ্ছো না যে চাচ্ছো কি?

ডিমের মজা পাচ্ছো কি?

তেলের পিঠা তেলের পিঠা

ওটাও খাবে, ঝাল না মিঠা?

মায়ের জন্য দুটো দাও

সঙ্গে করে নিয়ে যাই

আর দুটো দাও আমারে

বসে বসে নিজে খাই।

আমার মা তো কাবু জারে

তাইতো বেশী আসে না

শীতের বুড়ি আসবে শুনলে

ভয়ে কেউ আর হাসে না।

মাকে রেখে শীতের পিঠা

বলতো একা কেমনে খাই

দে না দুটো ভাঁপা পিঠা

মায়ের জন্য নিয়ে যাই।

হীম বুড়ি হীম হীম

কখন দিবি দানা সীম?

বিঁচিঅলা সীম চাই

এই নে পিঠা, আর নাই।

২৪/১/২১। ১১ঃ০০ টা

 আসাদ বিন হাফিজ এর ছড়া-৩০৭৩

এই দেশ সকলের

আসাদ বিন হাফিজ

এই দেশ আমাদের

চাচা আর মামাদের

কৃষকের ছাত্রের মজুরের

এই দেশ সকলের, সকলের, সকলের।

বহু ত্যাগ রক্তের বিনিময়ে

দুঃসহ বেদনা সয়ে সয়ে

সাহসের পতাকা হাতে লয়ে

পেয়েছি এই দেশ আদরের

এই দেশ সকলের, সকলের, সকলের।

এই দেশ সকলে গড়বোই

দরকারে হাতে হাত ধরবোই

দেশের জন্য যদি মরতেও হয়

যতক্ষণ প্রাণ আছে লড়বোই।

এই দেশ আমাদের

চাচা আর মামাদের

কৃষকের ছাত্রের মজুরের

এই দেশ সকলের, সকলের, সকলের।

এই দেশ নয় কোন জালিমের

নয় নয় এই দেশ নয় কোন বাদুরের

এই দেশ নয় কোন রাজাদের

এই দেশ ফকিরের, গরীবের

এই দেশ পুরুত আর ইমামের

এই দেশ সকলের, সকলের, সকলের।

৩১/১/২১। ১ঃ০০ টা।

No comments

Powered by Blogger.