আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৫০ ফেব্রুয়ারি মামা বাড়ি



 আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৫০

ফেব্রুয়ারি মামা বাড়ি

চিতই পিঠা খাও

একটু পরে মিছিল হবে

কোথায় তুমি যাও?

ভাই দিয়েছে তাজা রক্ত

মায়ের ভাষার জন্য

স্বাধীনতা আনতে গিয়ে

বাপ হয়েছে ধন্য।

পালিয়ে গেছে খুনিচক্র

স্বৈরাচারের ভূত

সেখানে ফের মেলছে পাখা

স্বৈরাচারের পুত।

ভূতের কথা শুনে কে কে

ভয় পেয়েছিস ওরে

যা না বাপু, আয় না তুই

পিন্ডি দিল্লী ঘুরে।

মেজর জিয়াই না হয় দিল

স্বাধীনতার ডাক

স্বৈরাচারের কবল থেকে

দেশটা মুক্তি পাক।

যুদ্ধ করবে ওসমানি সাব

এবং তাহার বাহিনি

মুক্তিযোদ্ধা জেল যাবে এই

স্বাধীনতার কাহিনি।

একুশ আবার দিচ্ছে ডাক

সব স্বৈরাচার নিপাত যাক।

 

১৮ই ফেব্রুয়ারী ২০২০; ৫টা

No comments

Powered by Blogger.