আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২৪৪৫ ঘটনাটা ঘটেছিল ঘুটঘুটে রাতে

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২৪৪৫

ঘটনাটা ঘটেছিল ঘুটঘুটে রাতে

ঘটিরাম লড়েছিল ঘড়িপরা হাতে।

ঘন ঘন পড়েছিল নিঃশ্বাস ভয়ে

কুচকুচে কালঘোড়া ছিল শয়ে শয়ে।

ঘটিরাম ভেবেছিল নির্ঘাত মরবে

তবে কেন ঘাটেঘাটে রাতভর লড়বে?

ঘটিরাম ঘনাদাকে ঘরে গিয়ে বললো

ঘটনা কি, ঘোড়া কেন ঘাটপাড় চললো?

ঘন মেঘ করলেই ঝড় তাতে বয় না

ঘটা করে আজকাল যুদ্ধও হয় না।

আচানক লেগে যায় মারামারি যুদ্ধ

এর জন্য দায়ী নয়, গৌতম বুদ্ধ।

ঘটিরাম ঘনাদাকে আরো খুলে কয়

অমানুষে ভরে গেছে তাই এতো ভয়।

 

১৬ই ফেব্রুয়ারী ২০২০; ১টা

No comments

Powered by Blogger.