নিবেদিত কবিতা : আসাদ বিন হাফিজ স্যার : ফরিদ আহমদ ফরাজী
নিবেদিত কবিতা
আসাদ বিন হাফিজ স্যার
ফরিদ আহমদ ফরাজী
আসাদ বিন হাফিজ স্যারকে
বড্ড ভালোবাসি
ভালোবাসি ওনার লেখা
ছড়া রাশিরাশি।
ওনার ছড়ায় ফুলের গন্ধ
কলকাকলি কূজনও
পড়ছি সদা' আমরা সবাই
শত্রু-মিত্র- সুজনও।
বয়স ভারে কাহিল তবু
অটুট মনোবল
ছড়াছন্দে গান গেয়ে যান
তিনি অবিরল।
অসি নয়কো মসি নিয়ে
নিত্য দৌড়ে যান
মন্দটাকে আঘাত করেন
যেথা তিনি পান।
দেশের কথা দশের কথা
লিখছেন অনর্গল।
লেখায় আছে শক্তি সাহস
অযুত মনোবল।
দ্বীনের বাতি জ্বালান তিনি
জ্বলে কারো গা
তবু তার লেখোন লেখায়
টলে নাতো পা।
ছড়া নায়ের মাঝি তিনি
আমার প্রিয়জন
কাব্য ছড়ায় তিন সবার
জয় করিল মন।
No comments