আসাদ বিন হাফিজ এর ছড়াঃ গণতন্ত্র বন্দী এখন

 


আসাদ বিন হাফিজ এর ছড়া

গণতন্ত্র বন্দী এখন

 

স্বৈরতন্ত্রের জেলে।

গণতন্ত্র বিদেশ থাকে

মাকে একা ফেলে।

গণতন্ত্রের নামে কে রে

মুখোশ পরে আসে

গণতন্ত্রের নাম ভাঙিয়ে

হেলমেট পরে হাসে।

স্বৈরতন্ত্রের রানী সাজে

গণতন্ত্রের মাতা

রাতদুপুরে মাথায় ধরে

গণতন্ত্রের ছাতা।

সবুজ দেশের অবুঝ মেয়ে

গণতন্ত্র দেখে নাই

এদের ভাগ্যে ভগবান কি

গণতন্ত্র লেখে নাই?

গণতন্ত্র ডান্ডা হাতে

হাতির আন্ডা খায়

গণতন্ত্র প্রেমের টানে

পাশের বাড়ি যায়।

গণতন্ত্র সকাল বিকাল

জঙ্গী ধরে বান্ধে

গণতন্ত্রের জ্বালায় এখন

গণতন্ত্র কান্দে।

গণতন্ত্রের সংজ্ঞা এখন

পাল্টে গেছে ভাই

গণতন্ত্র এখন তো আর

জনগণের নাই।

গণতন্ত্রের মুখোশ পরে

স্বৈরতন্ত্র হাঁটে

গণতন্ত্র এখন থাকে

ভোট ডাকাতের খাটে।

আয়রে আমার গণতন্ত্র

আয়রে ছুটে আয়

জেলখানাতে আজো বন্দী

গণতন্ত্রের মায়।

 

৯ই ডিসেম্বর ২০১৯; রাত ৩ টা।

No comments

Powered by Blogger.