আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২০৬১ সাহস আমার অনেক বেশী

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২০৬১

সাহস আমার অনেক বেশী

 

কিছু সাহস বেঁচতে চাই

আমার সাহস আমি বেঁচবো

কিসের আবার ট্যাক্সো ভাই?

কেনো?

তোর দাদা কি দাড়ির জন্য

আগে ট্যাক্সো দেয় নাই?

তারা ছিল সাহেব মানুষ,

সাহসের ট্যাক্স নেয় নাই।

তোর টাকাতে রাস্তা করি

টোল কি তুই দিস না?

মরার জন্য কিনলে বিষ

ভ্যাট কি তুই নিস না?

করবো এমন আইন

মরার জন্য হাজার টাকা

দিতে হবে ফাইন।

সাহস বেঁচার সাহস তুই

কেমন করে পাস?

ভুলে গেলি রাজার তুই

এখনো এক দাস?

পাবলিকের সব সাহস এবার

বিক্রি হবে নিলামে

সেই নিলামটা কেমন হবে

তাকিয়ে দেখো ঝিলামে।

  ১১ই সেপ্টেম্বর ২০১৯; ৬টা।

No comments

Powered by Blogger.