আসাদ বিন হাফিজ এর ছড়াঃ ২০৬৯ তেল

 


আসাদ বিন হাফিজ এর ছড়া-২০৬৯

তেল

তেলা মাথায় তেল সবে দেয়

আমি দিলে দোষ কি

এমন কি কেউ আছে ধরায়

তেলে হয় না খোশ কি?

পোষ মানে না মোষের ছাও

তেল যদি দাও তারে

তোমার পায়ে করবে সালাম

মোষও বারে বারে।

মস্ত নেতা ব্যস্ত মানুষ

ঘুষ খায় না নিজে

তারে যদি তেল দাও তবে

খুশি হয় সে কি যে!

তেল দেয়ারও নিয়ম আছ

নিয়ম কানুন জানতে হয়

ব্যক্তি সমাজ রাষ্ট্র বলো

সবখানে হয় তেলের জয়।

তেল মেরে হয় নেতা কেউ

তেল মেরে হয় রাজা

তেলের গুণে উন্নতি হয়

তেলের গুণেই তাজা।

১৪ই সেপ্টেম্বর ২০১৯; রাত ৯টা

No comments

Powered by Blogger.